ত্বকী হত্যার আট বছর

২০১৩ সালের ৬ মার্চ বিকালে ত্বকীকে তুলে নিয়ে যায় র্দুবৃত্তরা। দু’দিন পর কুমুদিনী খালে তার লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকীর বাবা রাফিউর রাব্বি এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করে। পুলিশের মামলা তদন্ত নিয়ে বাদী সন্তুষ্ট না হওয়ার কারণে পুলিশের মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত ভার পায় র‌্যাব। অথচ আজও মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি র‌্যাব।

এ ব্যাপারে মামলার বাদী অভিযোগ করেন, র‌্যাব ২০১৪ সালের শেষের দিকে এসে মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে অভিযোগপত্র আদালতে দাখিল করবে বলে গণমাধ্যমকে জানিয়েছিল। এই কথা বলার পর প্রায় ৮ বছর পেরিয়ে গেলে কেন র‌্যাব আদালতে অভিযোগপত্র দাখিল করছেনা তা আমার বোধগম্য নয়।

ত্বকীর বাবা আরও জানান, কারা কবে কীভাবে ত্বকীকে হত্যা করেছে, কোথায় নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে সবই র‌্যাব কাছে স্বীকার করেছে আসামিরা। কিন্তু তারপরও অভিযোগপত্র দেওয়া কেন হচ্ছে না। শুধু আসামিরা সরকারি দলের লোক হওয়ার কারণে বিচারকার্য আটকে আছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই ত্বকী হত্যার বিচার হবে।

৫ মার্চ ২০২১ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় চুনকা নগর পাঠাগার মিলনায়তনের সামনে বঙ্গবন্ধু সড়কে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার আট বছর উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ত্বকী হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু জানান, ত্বকী হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া আসামি সুলতান শওকত উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০১৪ সালে বিদেশে পালিয়ে যান।

বিডিনিউজটুয়েন্টিফোর

বাংলা ট্রিবিউন

 

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত