তানভীর মুহাম্মদ ত্বকী

গ্রেফতারকৃত এক আসামীর স্বীকারোক্তি অনুযায়ী নারায়ণগঞ্জের তৎকালীন সাংসদ নাসিম ওসমানের নেতৃত্বে হত্যা করা হয় ত্বকীকে। কিন্তু এই হত্যার বিচার থমকে আছে। এখনো অভিযোগ পত্রই দাখিল করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ত্বকী সম্পর্কে

তেল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির দুই ছেলের মধ্যে বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী।

২০১৩ সালের ৬ মার্চ বঙ্গবন্ধু সড়ক থেকে ত্বকীকে অপহরণ করা হয়। ওই রাতেই ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি এবং র্যাব-১১ এর কার্যালয়ে চিঠি দেন।

ত্বকী শহরের চাষাঢ়ায় এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিলেন। অপহরণের পরদিন ৭ মার্চ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিলো। ‘এ’ লেভেল প্রথম পর্বের পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়েছিল সে। দুই দিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর কুমুদীনি খালের পাড় থেকে পুলিশ ত্বকীর মরদেহ উদ্ধার করে।

লাশ উদ্ধারের পর নিহতের বাবা রফিউর রাব্বি বাদী নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা করেন এবং পরে ১৮ মার্চ রাব্বি পুলিশকে অবগতি পত্রে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ছাত্রলীগের জেলা কমিটির সহ সভাপতি রাজীব দাস, নিখোঁজ থাকা জেলা যুবলীগের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম পারভেজসহ সাতজনকে অভিযুক্ত করেন।

জেনে রাখুন

ওসমান পরিবারের পাশে থাকবেন প্রধানমন্ত্রী

ত্বকী হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে যখন নারায়নগঞ্জের ওসমান পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ চলছিলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সংসদে দাঁড়িয়ে ওসমান পরিবারের পক্ষে থাকার প্রতিজ্ঞা করেন।

“আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে এই ওসমান পরিবারে। এখানো দল গঠন থেকে বিভিন্ন কর্মসূচি হয়েছে। রাজনীতির নীতি আদর্শ নিয়ে চলতেন জোহা কাকা। এই পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল সব সময়। যদি তাদের প্রয়োজন হয় দেখাশোনা করব।”
-৩০ মে ২০১২

টাইমলাইন

গণমাধ্যমে ত্বকী হত্যাকাণ্ড

যেকোন হত্যাকাণ্ডে ক্ষমতাসীন বা প্রভাবশালীদের নাম জড়িত থাকলেই সে হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া গতি ও দিক -দু’টোই হারায়। দেখুন ত্বকী হত্যার পর ২০১৩ থেকে আজ পর্যন্ত কী ঘটছে।

তানভীর হত্যা: সন্দেহের তির একটি পরিবারের দিকে

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকি হত্যার ঘটনায় অভিযোগের আঙুল একটি ‘বিশেষ পরিবার’-এর দিকে। নারায়ণগঞ্জের রাজনীতিক, ব্যবসায়ীসহ সব মহল এ অভিযোগ করলেও পুলিশ-র‌্যাব সে পথে হাঁটছে না। কেন? জানতে চাইলে তারা

বিস্তারিত »

নারায়ণগঞ্জে কিশোর খুন

রহস্যময় ও নৃশংস খুনের ধারাবাহিকতায় এবার প্রাণ হারাল নারায়ণগঞ্জের মেধাবী কিশোর ত্বকি। তার বাবা নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। নারায়ণগঞ্জে তিনি জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের পুরোধা,

বিস্তারিত »

পুলিশ-র‌্যাব তৎপর হলে ছেলের লাশ নিয়ে ফিরতে হতো না

‘ত্বকি নিখোঁজ হলো ৬ মার্চ। আমি থানায় জিডি করলাম। র‌্যাবকেও লিখিতভাবে জানালাম। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখিনি। ওরা তৎপর হলে আমাকে ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরতে হতো না।’

বিস্তারিত »

ক্ষোভের শহর নারায়ণগঞ্জ

মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ ত্বকিকে হত্যার প্রতিবাদে আজ শনিবার নারায়ণগঞ্জ পরিণত হয় ক্ষোভের শহরে। হরতালে বন্ধ ছিল স্কুল-কলেজ, শিল্পপ্রতিষ্ঠানসহ শহরের সব দোকানপাট। এমনকি খাবারের দোকানও। শহরে ট্রেন, বাস এমনকি রিকশাও

বিস্তারিত »

আরো পোস্ট আছে...

শেষ!

আর নেই!

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত