ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। সোমবার সন্ধ্যায় নগরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ৯৫ মাস উপলক্ষে বিচারের দাবিতে মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্যের সময় তিনি এ ‌দাবি জানান।

রফিউর রাব্বি বলেন, সংবিধানে বিচার পাওয়ার অধিকার, নিরাপদে বেঁচে থাকার অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করা হয়েছে। এই যে সাংবিধানিক অধিকার, এটি কে দেবে? এটি করার দায়িত্ব রাষ্ট্রের এবং রাষ্ট্রের পরিচালনায় যাঁরা থাকেন, শাসকগোষ্ঠী তাঁদের। কিন্তু যখন শাসকগোষ্ঠী অধিকার নিশ্চিত করার পরিবর্তে অধিকার হরণ করে, হত্যা, খুনখারাবির সঙ্গে জড়িত তাদের নিরাপত্তা দিতে থাকে, তাদের সহযোগীরা উৎসাহী হয়ে ওঠে। তখন মুক্তিযুদ্ধের চেতনা থাকে না, সংবিধান থাকে না, এটি সভ্য দেশ থাকে না।

বক্তারা বলেন, ত্বকী হত্যায় গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ত্বকীর খুনি আজমেরী ওসমানকে গ্রেপ্তার করা হচ্ছে না। ত্বকী হত্যার বিচার শুরুর নিদেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তাঁরা।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত