সোহাগী জাহান তনু

প্রাইভেট টিউটরের কাছে পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।এরপর কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায় তার মৃতদেহ। বিচার হয়নি পাঁচ বছরেও, উল্টো ডিএনএ পরীক্ষায় ঝুলে গেছে পুরো তদন্ত।

তনু সম্পর্কে

১৯ বছর বয়সী তনু কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালের ২০শে মার্চ তনুর মৃতদেহ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায়। প্রাইভেট টিউটরের কাছে এক বাসায় পড়তে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে তনুর মরদেহ পায়।

তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাত আসামীর বিরূদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি গোয়েন্দাদের কাছে হস্তান্ত করে। ২০১৬ সালের পহেলা এপ্রিল মামলাটি সিআইডির কাছে হস্তান্তরিত করা হয়।

সর্বশেষ সন্দেহভাজন হিসেবে তিন জনকে ২০১৭ সালের ২৫ অক্টোর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিরা তনুর মায়ের সন্দেহ করা আসামি বলেও সিআইডি জানায়। তবে তাদের নাম জানানো হয়নি।

পাঁচ বছর ধরে তনু পরিবার এখনও বিচারের অপেক্ষায়। তনুর মা আনোয়ারা বেগম বলেন, কতবার কত স্থানে গিয়ে সাক্ষ্য দিয়েছি তার হিসাব নাই। মামলার কোনো অগ্রগতি কেউ জানায় না। তনুর মৃত্যুবার্ষিকী এলে সাংবাদিকরা খোঁজ-খবর নেয়, আর কেউ খবর নেয় না।

জেনে রাখুন

টাইমলাইন

গণমাধ্যমে তনু হত্যাকাণ্ড

সেনানিবাসের অভ্যন্তরে পাওয়া যায় তনুর লাশ। তারপর মামলা থেকে শুরু করে বর্তমানে চলতে থাকা বিচার প্রক্রিয়ার বিস্তারিত জানুন এই টাইমলাইনে।

মিলেছে নতুন আলামত

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দুই বছর পর হঠাৎ তদন্তের অগ্রগতি নিয়ে আশাবাদী মামলার তদন্ত সংস্থা সিআইডি। তারা বলছে, খুব অল্প সময়ের মধ্যে তদন্ত

বিস্তারিত »

তনু খুনের মামলার তদন্ত শিগগিরই আলোর মুখ দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনের মামলাটি বর্তমানে উচ্চতর পর্যায়ে তদন্তাধীন রয়েছে। শিগগিরই সেটি আলোর মুখ দেখবে। আজ শনিবার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে

বিস্তারিত »

সব আর্মির কথা বলছি না, যে মারছে তার বিচারটা করেন: তনু হত্যা প্রসঙ্গে তার বাবা

বাংলাদেশের কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নিহতের পরিবার। হত্যাকাণ্ডের দু’বছর পর তনুর বাবা ইয়ার হোসেন বলেছেন, বিচারে কোন অগ্রগতি তো হয়ই নি, বরং

বিস্তারিত »

সব আর্মির কথা বলছি না, যে মারছে তার বিচারটা করেন: তনু হত্যা প্রসঙ্গে তার বাবা

বাংলাদেশের কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নিহতের পরিবার। হত্যাকাণ্ডের দু’বছর পর তনুর বাবা ইয়ার হোসেন বলেছেন, বিচারে কোন অগ্রগতি তো হয়ই নি, বরং

বিস্তারিত »

তদন্ত শেষ কবে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার পর দুই বছরেও শেষ হয়নি তদন্ত। এখনও উত্তর মেলেনি গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের। তাকে কোথায় হত্যা করা হয়, কে বা

বিস্তারিত »

আরো পোস্ট আছে...

শেষ!

আর নেই!

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত