সন্ত্রাস কিংবা সহিংসতা, নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর আক্রমণ, উদ্দেশ্যমূলক ঘৃণা ছড়ানোসহ নানা ধরনের মানবতাবিরোধী তৎপরতা প্রতিরোধ করতে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমকে আইনের আওতায় আনতে হয়। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে বন্ধ হওয়া ওয়েবসাইট ও এপসের বেশিরভাগই পড়েছে সরকারি ও সশস্ত্র বাহিনীর রোষানলে। আর অনেকগুলো পড়েছে মন্ত্রী বা কর্তৃপক্ষের ব্যক্তিগত খামখেয়ালিপনার কোপানলে।

আমরা বিভিন্ন সময়ে স্থায়ী এবং অস্থায়ীভাবে বন্ধ হওয়া ওয়েবসাইটগুলোর একটা তালিকা করেছি। আপনার যদি মনে হয় বন্ধ হওয়া কোন ওয়েবসাইট এই তালিকায় আসেনি, তাহলে আমাদেরকে জানান।

বাংলাদেশে নিষিদ্ধ ওয়েবসাইটের তালিকা

Facebook

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন কিছু কার্টুন ও ছবি প্রকাশের অভিযোগে একাধিকবার বাংলাদেশে ফেসবুক নিষিদ্ধ করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর আপত্তিকর-ব্যঙ্গাত্মক ও মন্তব্য প্রকাশের অভিযোগেও নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

প্রথমবার
দ্বিতীয়বার
তৃতীয়বার

Reddit

২০১৬ সালে বাংলাদেশে ‘অ্যান্টি পর্ণ ওয়ার’ নামে একটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং সে উদ‍্যোগের আওতায় Reddit কে বন্ধ করা হয়। পরবর্তীতে নাস্তিকতা প্রচারের অভিযোগেও বারবার বন্ধ করা হয়।

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

প্রথমবার
দ্বিতীয়বার
তৃতীয়বার

Youtube

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’-এর প্রদর্শন বাংলাদেশে বন্ধ করার জন্য সরকার ইউটিউব ব্লক করে দেয়। এই চলচ্চিত্রে ইসলাম ধর্ম এবং মুসলমানদের তীব্র সমালোচনা করা হয়, যা বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষেপিয়ে তোলে।

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

Viber

২০১৫ সালের ১৮ জানুয়ারি রবিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভাইবার এবং ট্যাঙ্গো নামে দুটি এপস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সেদিন রাত ১২ টায় মোবাইল অপারেটর কম্পানিগুলোকে এ বিষয়ক নির্দেশনা পাঠানো হয়। যদিও বেশিরভাগ অপারেটর তাৎক্ষনিকভাবে নির্দেশনা মানতে পারেনি। যেমন, গ্রামীণ ফোন সকাল ৯টায় নির্দেশ কার্যকর করে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা বলবৎ রাখে।

একই বছরের শেষেরদিকে আবারও ভাইবার বন্ধ করে সরকার। তবে এবার সাথে আরো কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট ও এপসও বন্ধ করা হয়।

২০১৫ সালের ১৮ নভেম্বর বুধবার দুপুরে প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়।

সূত্র – বিবিসি | প্রথম আলো

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

প্রথমবার
দ্বিতীয়বার

WhatsApp

২০১৫ সালের ১৮ নভেম্বর বুধবার দুপুরে প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়।

২০১৮ সালের মার্চে আবারো এক দিনের জন্য হোয়াটসএপ বন্ধ রাখা হয়।

সূত্র – বিবিসি | প্রথম আলো | প্রথম আলো

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

প্রথমবার
দ্বিতীয়বার

MyPeople and Line

২০১৮ সালের ৩০ মার্চ হোয়াটসএপ মাইপিপল ও লাইন নামের তিনটি ভয়েস ও মেসেজিং সেবা করে দিয়েছে সরকার।

সূত্র – প্রথম আলো

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

Skype

স্কাইপ প্রথম বন্ধ করা হয় ১৩ ডিসেম্বর ২০১৫ তে। এর তিন বছর পর ২০১৮ সালের ১৯ নভেম্বর হঠাৎ দেখা গেলো স্কাইপ ব্যবহার করা যাচ্ছে না। যদিও স্কাইপ থেকে যান্ত্রিক গোলযোগের কোন ঘোষণা দেখা যায়নি। বাংলাদেশ সরকার হরহামেশা এটা সেটা বন্ধ করে দেয়, কিন্তু সরকারিভাবে স্কাইপ বন্ধের কথাও বলা হয়নি।

তার পরদিন বিডিনিউজ২৪ এ একটি সংবাদ প্রকাশিত হয় যে, স্কাইপ বন্ধ থাকায় অন্য এপে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ডিসেম্বরে এবং তারেক রহমান চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন যাওয়ার পর আর ফিরে আসেননি।

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

প্রথমবার
দ্বিতীয়বার

The Wire

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষক মোবাশ্বার হাসানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের জের ধরে ভারতের সংবাদভিত্তিক এই ওয়েব সাইটটি বাংলাদেশে বন্ধ করে দেয় বাংলাদেশ টেলি-যোগাযোগ নিয়ন্ত্রন কমিশন বা বিটিআরসি।

সূত্র – বিবিসি

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

Google Books

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার অন্য অনেক সাইটের সাথে বন্ধ করে দেয় ‘গুগল বুকস’ ওয়েবসাইটটিও। সরকারের মনে হয়েছে এই ওয়েবসাইটটি একটি পর্নসাইট।

সূত্র- ডয়চে ভেলে

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

সামহোয়্যারইনব্লগ

গুগল বুকস এর মত দেশের প্রথম কমিউনিটি ব্লগ সামহোয়্যারইনও পর্নগ্রাফির অভিযোগে বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। যদিও পরবর্তীতে বলা হয় এই ব্লগটি ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’ তাই বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র- প্রথম আলো

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

Al Jazeera

তিন জন ব্যক্তির গুম হওয়ার সাথে বাংলাদেশের একজন উর্দ্ধতন নিরাপত্তা ও সামরিক কর্মকর্তার যোগসাজশ নিয়ে প্রতিবেদন প্রকাশের জের ধরে ২০১৯ সালের ২০ মার্চ বাংলাদেশে বন্ধ করে দেয়া হয় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ওয়েবসাইট।

এরপর ১৭ ফেব্রুয়ারি ২০২১ এ এই সংবাদ মাধ্যমের সুনির্দিষ্ট কিছু কন্টেন্ট সরিয়ে দেয়ার জন্য ফেসবুক এবং ইউটিউবকে অনুরোধ করা হয়। এসব কন্টেন্ট মূলত সেনাবাহিনী প্রধান (সদ্য সাবেক) আজিজ আহমেদ ও তার ভাইদের নিয়ে আল জাজিরার অনুসন্ধানী ডকুমন্টারি ‘অল দ্যা প্রাইম মিনিস্টারস মেন’ সম্পৃক্ত।

ডয়চে ভেলের প্রকাশিত সংবাদ থেকে –
“কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি প্রচার করে৷ এরপর আইনজীবী এনামুল কবির তথ্যচিত্রটি বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর উল্লেখ করে তা বন্ধের জন্য হাইকোর্টে একটি রিট করেন৷ হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ ১৭ ফেব্রুয়ারি ইউটিউব, ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যম থেকে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সরানোর নির্দেশ দেন বিটিআরসিকে৷ বিটিআরসি ওই দিন বিকেলেই ফেসবুক ও ইউটিউবকে সরানোর অনুরোধ জানিয়ে চিঠি দেয়৷”

যদিও ফেসবুক এবং ইউটিউব কেউই সরকারের অনুরোধ রাখেনি।

তথ্যসূত্র- ডয়চে ভেলে

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

ওয়েবসাইট বন্ধ
কন্টেন্ট সরানোর অনুরোধ

BenarNews

কোভিড ১৯ মহামারি মোকাবেলায় সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশের কারণে বন্ধ করে দেয়া হয় এই ওয়েবসাইটটি।

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

ধর্মকারী

ধর্মীয় কুসংস্কার এবং ধর্মীয় রীতিনীতিকে কটাক্ষ করার অভিযোগে ওয়েবসাইটটিকে বাংলাদেশে ব্যান করে দেয়া হয়। বর্তমানে স্থায়ীভাবে ওয়েবসাইটটিকে নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

ইস্টিশন ব্লগ

ইস্টিশন ব্লগ বন্ধের জন্য নির্দিষ্ট কোন কারণ সরকার বা বিটিআরসি বলতে পারেনি। নুর নবী দুলাল ডয়চে ভেলে-কে জানান, কোন রকম যোগাযোগ এবং নোটিশ ছাড়াই ব্লগটি বন্ধ করে দেয়া হয়েছে। আইএসপি প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় বিটিআরসি-র নির্দেশেই ইস্টিশন বন্ধ করে দেয়া হয়েছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ইস্টিশন ব্লগ এখনও বাংলাদেশ থেকে বন্ধ

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

নেত্র নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদেরের দুর্নীতির বিষয়ে একটি সংবাদ প্রকাশের জের ধরে এই ওয়েবসাইটটি বন্ধ করা হয়। নেত্র নিউজ পরিচালনা করেন নির্বাসিত সাংবাদিক তাসনিম খলিল, যিনি ফখরুদ্দিন সরকারের আমলে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দ্বারা নির্যাতিত হন। তাসনিম খলিল সেসময় দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কর্মরত ছিলেন।

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

বাংলা রিপোর্ট

‘টাঙ্গাইল থেকে একজন প্রতিবন্ধী হুইল চেয়ারে করে আইটি সামিটে যোগ দিতে এসেছিলেন৷ তিনি আইটিনির্ভর কিছু করতে চান৷ সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে দেখা করে কথা বলতে চেয়েছিলেন সহযোগিতার জন্য৷ কিন্তু সেটা তিনি পারেননি।’

– এই ঘটনা নিয়ে ভিডিওসহ ‘‘হতাশা নিয়ে ফিরে গেলেন কামরুল” নামে একটি প্রতিবেদন প্রকাশের কারণে বন্ধ করে দেয়া হয় ওয়েবসাইটটি।

তথ্যসূত্র- ডয়চে ভেলে

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

পরিবর্তন ডট কম

ওয়েবসাইটের কর্তৃপক্ষের ধারণা ‘‘সম্প্রীতি বাংলাদেশ” নামের একটি সংগঠনের বিজ্ঞাপন নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ওয়েবসাইটের ডোমেইন ব্লক করে দেয়া হয়েছে।

তথ্যসূত্র- ডয়চে ভেলে

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

পর্ন সাইট

সরকারি ঘোষণামতে দুই দফায় মোট ১৫২৩টি পর্ন সাইট ব্লকড করা হয়। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি ২০১৯ এ ২৪৪টি এবং ১৯ ফেব্রুয়ারিতে ১২৭৯ টি সাইট বন্ধ করা হয়।

যদিও দেখা যায় কথিত এই পর্ন সাইটের তালিকায় গুগল বুকস, সামহোয়ার-ইন-ব্লগ এর মতো ওয়েবসাইটও আছে।

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

প্রথম দফায়
দ্বিতীয় দফায়

৩৫টি নিউজ ওয়েব সাইট বন্ধ

দেশে ধর্মীয় উগ্রবাদের প্রচার ও উস্কানির অভিযোগে একই সাথে ৩৫টি ওয়েবসাইট বন্ধ করা হয়। দৈনিক আমারদেশ অনলাইনসহ এসব ওয়েবসাইটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন পক্ষের অভিযোগ ছিলো। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ব্লগার রাজিব হায়দারকে হত্যার পর এসব অনলাইন পোর্টাল ব্লগারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করে। এই কাজটি করার সময় তারা মিথ্যা, প্রপাগান্ডা এবং বানোয়াট তথ্য উপাত্তের আশ্রয় নেয়। একই সময়ে সশস্ত্র জঙ্গি সংগঠনগুলো ব্লগার হত্যা অব্যাহত রাখে। ফলে দেশজুড়ে কয়েকশ লেখক ও ব্লগারের জীবনে সরাসরি হুমকির মুখে পড়ে। পাশাপাশি আতংক এবং ভয় ছড়িয়ে পড়ে লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে।

 

নিষিদ্ধ সাইটগুলোঃ

দৈনিক আমারদেশ, আরটিনিউজ২৪, হককথা, আমরাবিএনপি, রিয়েলটাইম নিউজ, বিনেশন২৪, নেশননিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলিটাইমস২৪, মাইনিউজবিডি, লাইভখবর, আরআইখান, শীর্ষনিউজবিডি, নতুনেরডাক, সিলেটভয়েস২৪, সময়বাংলা, প্রথমনিউজ, বাংলালেটেস্টনিউজ২৪, নিউজডেইলি২৪বিডি, আমারদেশঅনলাইন, অন্যজগত২৪, দেশ-বিডি ডট নেট, ক্রাইমবিডিনিউজ২৪, নতুনসকাল, শীর্ষখবর, ওএনবি২৪, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্সটুডে, উইকলিসোনারবাংলা ও ২৪বাংলানিউজব্লগ৷

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

প্রথম দফায়

৫৮টি নিউজ পোর্টাল সাইট বন্ধ

নিষিদ্ধ সাইটগুলোঃ

বিডিপলিটিকো ডট কম, পেজনিউজ২৪ ডট কম, রিপোর্টবিডি২৪ ডট কম, রেয়ারনিউজ২৪ ডট কম, বিএনপিনিউজ২৪ ডট কম, প্রথমবাংলাদেশ ডটনেট, ডেইলিআমারদেশ ডট এক্সওয়াইজেড, ডিএনএন ডটনিউজ, রাজনীতি২৪ ডট কম, আরবিএন২৪ ডট কো ডট ইউকে, সংবাদ২৪৭ ডট কম, দেশভাবনা ডট কম, আমারদেশ২৪৭ ডটকম, অ্যানালাইসিসবিডি ডটকম, আওয়াজবিডি ডটকম, বদরুল ডট ওআরজি, বিএনপিঅনলাইউইং ডটকম, বিএনপিবাংলাদেশ ডটকম, ইএন- বিএনপিবাংলাদেশ ডটকম, বাংলামেইল৭১ ডট ইনফো, এটিভি২৪বিডি ডটকম, বাংলাস্ট্যাটাস ডটকম, বিবাড়িয়ানিউজ২৪ ডটকম, শীর্ষনিউজ২৪ ডটকম, শিবির ডট ওআরজি ডট বিডি, নিউজ২১-বিডি ডটকম, ওয়াননিউজবিডি ডট নেট, নিউজবিডি৭১ ডটকম, পরিবর্তন ডটকম, জাস্টনিউজবিডি ডটকম, এক্সপ্রেসনিউজবিডি ডটকম, ডেইলিবিডিটাইমস ডটকম, ময়মনসিংহনিউজ২৪ ডটকম, মূলধারাবিডি ডটকম, প্রিয় ডটকম, সিএনএনবিডি২৪ ডটকম, ডেইলিমিরর২৪ ডটকম, দেশনেত্রীসাইবারফোরাম ডটকম, আলাপন ডট লাইভ, ঢাকাটাইমস২৪ ডটকম, রাইজিংবিডি ডটকম, দিগন্ত ডট নেট, মোরালনিউজ২৪ ডটকম, পত্রিকা ডটকম, দাওয়াহিলাল্লাহ ডটকম, আলেহসার২ ডট ওয়ার্ডপ্রেস ডটকম, আলজামাহওয়ান ডট ওয়ার্ডপ্রেস ডটকম, বাংলাদারাসুল কুরআন ডট ওয়ার্ডপ্রেস ডটকম, গাজওয়াহ ডট নেট, জঙ্গিমিডিয়া ওয়ার্ডপ্রেস ডটকম,  মাক্তাবাতুলইসলামিয়াবিডি ওয়ার্ডপ্রেস ডটকম, মাইকুরআনস্টাডিওয়ানআইয়াহাডে ডটকম, সুহাদারকাফেলা ওয়ার্ডপ্রেস ডটকম, ডিফেন্সআপডেটবাংলাদেশ ডট ওয়ার্ডপ্রেস ডটকম, ডিইএফবিডি ডটকম এবং বাংলাদেশডিফেন্স ডট ব্লগপোস্ট ডটকম৷

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

প্রথম দফায়

নারায়ণগঞ্জভিত্তিক পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল

নিষিদ্ধ সাইটগুলোঃ

[যুগের চিন্তা টোয়েন্টিফোর ডটকম, নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটনেট, প্রেস নারায়ণগঞ্জ ডটকম, নারায়ণগঞ্জ টুডে ডটকম ও সময় নারায়ণগঞ্জ ডটকম]

নিষেধাজ্ঞা জারি ও প্রত্যাহারের সময়

প্রথম দফায়