জনগণ সবই জানে, সবকিছু দেখছে – ত্বকী হত্যায় আনু মোহাম্মাদের বক্তব্য

৫ মার্চ ২০২১, শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনের সামনে সরকারের উদ্দেশে আনু মুহাম্মদ বলেন, ‘আপনাদের নিয়ন্ত্রিত আদালতের চেয়ে জনতার আদালত অনেক বেশি শক্তিশালী। আপনাদের নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার চাইতে জনগণের নজরদারি অনেক বেশি শক্তিশালী। জনগণ সবই জানে, সবকিছু দেখছে। জনগণ যে রায় দেবে, সেই রায় সরকার ও রাষ্ট্রকে বাস্তবায়ন করতে হবে। সেটা ত্বকী হত্যা, সাগর-রুনি, মুশতাক হত্যার ক্ষেত্রে হবে। বাংলাদেশ এখন লুটেরা দখলদার নির্যাতনকারী, পাচারকারীদের হাতে জিম্মি হয়ে আছে।’

সমাবেশে ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেন, শামীম ওসমানের নির্দেশে তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদের অনুগত বাহিনী দিয়ে। ওসমান পরিবারই নারায়ণগঞ্জে খুনের রাজনীতি করেন। শামীম ওসমান তাঁর অনুগত ক্যাডার পারভেজ ওরফে ক্যাঙারু পারভেজকে হত্যা করে করেছে। অবিলম্বে তিনি ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত