৯ মাস পর কারামুক্ত হলেন ডিজিটাল আইনে গ্রেফতার হওয়া সাংবাদিক আজাদ

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আট মাস ১৮ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ।

 

শুক্রবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।

সাংবাদিক আজাদ নওগাঁর পত্নীতলা উপজেলায় ‌‘দৈনিক অবজারভার’, ‘দৈনিক ভোরের ডাক’ ও ‘দৈনিক সোনার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি নজিপুর পৌর এলাকার আল-হেরা স্কুলপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।

সূত্র জানায়, করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে গত বছরের ১২ এপ্রিল সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদকে নজিপুর পৌর এলাকার আল-হেরা স্কুলপাড়া থেকে আটক করে পুলিশ। পরে পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ ৮ মাস ১৮ দিন পর শুক্রবার কারামুক্ত হন তিনি।

জাগো নিউজ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত