হবিগঞ্জে নাসিম ও ইনুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গ্রেপ্তার ১

সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

তার নাম সিকান্দার হোসাইন আকবরী (২৮)। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হোসেনপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে নিয়ে ১৩ জুন আপত্তিকর মন্তব্য করেন সিকান্দার হোসাইন। একইভাবে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে নিয়েও তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দিন তালুকদার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন সিকান্দার হোসাইনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত