হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাইলেন বিশিষ্টজনেরা

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন বিশিষ্টজনেরা। নয়তো কঠোর আন্দোলন গড়ে তোলার কথা জানিয়েছেন তাঁরা।গতকাল বুধবার বিকেলের দিকে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান (পুরাতন কোর্ট এলাকা) সড়কে রফিউর রাব্বির বাসায় যান গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, সচিব এস এম এ সবুর, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, শফিউদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দীপায়ন খীসা। অবস্থানকালে তাঁরা রফিউর রাব্বি ও তাঁর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তানভীরের খুনের ঘটনায় তাঁরা গণঐক্য, ওয়ার্কার্স পার্টি ও জনসংহতি সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা তুলে দেন রফিউর রাব্বির হাতে।ব্যানার-পোস্টার ছেঁড়া হচ্ছে: শহরের বিভিন্ন স্থানে লাগানো বিভিন্ন ব্যানার ও পোস্টার গত মঙ্গলবার রাতে ছিঁড়ে ফেলে অজ্ঞাতপরিচয় লোকজন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ বলেন, মেধাবী শিক্ষার্থী তানভীর হত্যাকারীদের বিচারের দাবিতে শহরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত