সোনাগাজীতে প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তিমূলক কমেন্ট, ডিজিটাল আইনে ব্যাংক কর্মচারী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তিমূলক কমেন্ট (মন্তব্য) করার অভিযোগে ফেনীর সোনাগাজীতে এক ব্যাংক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেনের দায়ের করা মামলায় ৫ এপ্রিল সোমবার রাতে নুরুল আফছার (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

 

নুরুল আফছার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি জনতা ব্যাংক মতিগঞ্জ শাখার কর্মচারী।

পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এর ভিডিও ফুটেজ ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে কটূক্তিমূলক পোস্ট দেওয়া হয়। ব্যাংক কর্মচারী নুরুল আফছার তাঁর নিজের ফেসবুক আইডি থেকে ওই পোস্টে কটূক্তিমূলক কমেন্ট করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বলেন, দুই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কমেন্টের ঘটনাটি স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের নজরে এলে তাঁরা গতকাল সন্ধ্যায় নুরুল আফছার আটক করে তাঁর কাছে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের নুরুল আফছার দোষ স্বীকার করায় রাত আটটার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ফারুক হোসেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আফছার দুই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কমেন্ট করার কথা স্বীকার করেছেন। আজ মঙ্গলবার তাঁকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত