সাবেক মন্ত্রী কামরুলের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘ডিশ ব্যবসায়ী’ গ্রেপ্তার

 

ঢাকা মহানগর পুলিশের ‘সিরিয়াস ক্রাইম ইউনিট’ ২২ সেপ্টেম্বর সোমবার রাতে আলী আহমেদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল হাসান জানান।

 

 তিনি বলেন, ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের কাছ থেকে ফিড নিয়ে আলী আহমেদ দীর্ঘদিন ধরে কামরাঙ্গীর চরে ডিশ ব্যবসা করে আসছিলেন।

“তিনি চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ায় ঢাকা টোটাল কেবলের এমডি ইউসুফ আলী স্থানীয় সংসদ সদস্য কামরুল ইসলামের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগ পেয়ে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ফোনে কথা বলেন আলী আহমেদের সাথে।

“ওই কথোপকথন রেকর্ড করে সেখান থেকে আংশিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে সাংসদ কামরুল ইসলামকে ‘চাঁদাবাজ’ হিসেবে প্রচার করা হয়। সাংবাদিক কনক সরোয়ার দেশের বাইরে বসে তার ইউটিউব চ্যানেলে এসব প্রচার করে।”

কামরুল ইসলাম এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর, পুলিশের সিরিয়াস ক্রাইম ইউনিট বিষয়টি তদন্তের দায়িত্ব নেয়।

সেই মামলাতেই আলী আহমেদকে গ্রেপ্তার করে ১০দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে সহকারী কমিশনার নাজমুল হাসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত