সাংবাদিক আজহার মাহমুদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘ক্যাম্পাসলাইভ ২৪ ডটকম’ এর এডিটর ইন চিফ আজহার মাহমুদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দিনাজপুরে হয়রানিমূলক মামলা করায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। পাশাপাশি হয়রানিমূলক এই মামলা দ্রুত প্রত্যাহারে দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

 

গত ১১ জুলাই ক্যাম্পাসলাইভে ‘হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের শীর্ষ নেতৃত্বে জামাত নেতা’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। এতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতৃত্বে থাকা প্রফেসর ড. এসএম হারুন-উর-রশিরে বিরুদ্ধে জামায়াতের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া নিয়ে একটি তথ্যবহুল ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নিউজ পোর্টালটি।

তার প্রেক্ষিতে গত ১৯ জুলাই বৃহস্পতিবার রাতে প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ বাদি হয়ে ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক ও ক্যাম্পাসলাইভের প্রধান সম্পাদক আজহার মাহমুদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদ সত্য প্রকাশে সব সময় নির্ভীক। ব্যক্তিগত প্রতিহিংসাচরিতার্থ ও হয়রানি করতেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে। যা সাংবাদিকতার ইতিহাসে এটা জঘন্য ও খারাপ দৃষ্টান্ত।

অবিলম্বে আজহার মাহমুরে বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে বাদিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা করবে ক্র্যাব।

ক্যাম্পাস লাইভ২৪ ডটকম

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত