সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে মানহানির মামলা

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অফিসের এক প্রতিবেদকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ব্যক্তিগত সহকারী আ. লীগ নেতা মোশাহিদ আলী।

 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ছাতক থানায় এ মামলা দায়ের করেন তিনি। অভিযুক্তরা হলেন, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শাফি ও সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক মুকিত রহমানি।

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও তার পরিবার সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ পরিবেশন করায় এ মামলা করেছেন মোশাহিদ আলী।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ ডিসেম্বর দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে ‘এমপি মানিক ও মিলনের সম্পদের খোঁজে দুদক’ শিরোনামের সংবাদে প্রতিপক্ষ রাজনৈতিক মহল দ্বারা অবৈধভাবে লাভবান হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মানিক ৩০ কোটি ৪৪ লাখ ছয় হাজার ২৬১ টাকার স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে বলে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে সংসদ সদস্য মানিকের নির্বাচনী হলফনামা ও আয়কর বিবরণীতে মানিক এবং তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা। এছাড়া ২০ বছর পূর্বে খালাস পাওয়া মামলা উল্লেখ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংসদ সদস্য মানিক ও তার পরিবারের মানহানিসহ দলীয় কর্মী সমর্থক এবং রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করেছেন বলে উল্লেখ করা হয়।

ছাতক থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, অভিযোগটি আমলে নেয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জাগো নিউজ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত