শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে অবমাননা করে ভিডিও পোস্ট, বগুড়ায় ডিজিটাল আইনে গ্রেফতার ১

বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অশালীন ভিডিও তৈরি করে ফেসবুক আইডিতে পোস্ট দেওয়ায় পুলিশ রবিউল ইসলাম রবি (১৯) নামে এক ক্লিনিক কর্মচারীকে গ্রেফতার করেছে।

 

৩১ মার্চ বুধবার সকালে তাকে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম গাউছ লিমন তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে- রবিউল ইসলাম রবি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার গোলাম মোস্তফার ছেলে। তিনি বগুড়া শহরের কলোনি এলাকায় রেইনবো কমিউনিটি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পিয়ন পদে চাকরি করেন।

সম্প্রতি রবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অশালীন ভিডিও তৈরি করেন। এরপর গত ২৯ মার্চ তার ‘রবি হাসান’ নামে ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। এছাড়াও রবি বিভিন্ন সময় তার ফেসবুক আইডিতে সরকারবিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার করেন। তার ফেসবুক আইডিতে দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভিডিও পোস্ট দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি হয়েছে।

মামলার বাদী শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম গাউছ লিমন জানান, রবিউল ইসলাম রবি সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তাকে ছাত্রদল, শিবির ও হেফাজতে ইসলামের রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়।

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রবিউল ইসলাম রবি ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। বর্তমানে তিনি বগুড়া শহরে রেইনবো কমিউনিটি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পিয়ন পদে চাকরি করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে বুধবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

যুগান্তর

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত