শামীম ওসমানের বিরুদ্ধে জিডি নিলেও তদন্ত শুরু করেনি পুলিশ

নারায়ণগঞ্জ সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম ও জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষকে হুমকি দেওয়ার এক দিন পর শামীম ওসমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) নিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ গত শনিবার বিকেল পাঁচটায় দুজনের লিখিত অভিযোগ জিডি হিসেবে নথিভুক্ত করে। তবে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ জিডির তদন্তকাজ শুরু করতে পারেনি।হাফিজুলের জিডিতে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান গত শুক্রবার বেলা দেড়টায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের গেটে এসে সরাসরি তাঁকে ও প্রদীপ ঘোষকে প্রাণনাশের হুমকি দেন। ওই হুমকির ২০ মিনিট আগে একটি মুঠোফোন থেকে কল করে একই ধরনের হুমকি দেন শামীম ওসমান। হাফিজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ২৪ ঘণ্টা পর জিডি নথিভুক্ত করলেও তদন্ত শুরু করেনি। যে মুঠোফোন থেকে শামীম ওসমান প্রথমে হুমকি দিয়েছিলেন, সেটি ট্রাকিংয়েরও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।’সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ‘পুলিশ জিডির অভিযোগগুলো খতিয়ে দেখছে।’উত্ত্যক্ত করার ঘটনায় ত্বকী খুন!: নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান বলেছেন, ‘ত্বকী (তানভীর মুহাম্মদ ত্বকী) মেধাবী ছাত্র ছিল। কিন্তু মেধাবী ছাত্ররাও অনেক ক্ষেত্রে খারাপ চরিত্রের হয়ে থাকে। ত্বকীও ইভ টিজিংয়ের ঘটনায় খুন হয়েছে। শুনেছি, সে নাকি একটার পর একটা প্রেম করত।’গত শনিবার শহরের মাসদাইরে বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অথচ এর আগে গত ৮ মার্চ ত্বকীর লাশ উদ্ধারের পর নাসিম ওসমান এক বিবৃতিতে দাবি করেছিলেন, জামায়াত-শিবির চক্র ত্বকীকে খুন করেছে। অনুষ্ঠানে নাসিম ওসমান বলেন, ‘ফুঁ দিলে উড়ে যাবে, এমন লোকদের সঙ্গে এখন আমাদের লড়াই করতে হচ্ছে। আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমরা কাউকে ছেড়ে দেব না।’নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রসঙ্গে সাংসদ বলেন, ‘যার সঙ্গে কোনো নেতা-কর্মী নাই, দলীয় সমর্থন নাই, সেও ইচা (চিংড়ি) মাছের মতো লাফিয়ে ওঠে। তাঁর সঙ্গে আছেন শুধু বাম দলের নেতারা।’ত্বকী হত্যাকাণ্ডের বিচার দাবি: ত্বকী হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবি এবং মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মোমবাতি প্রজ্বালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জোটের কর্মীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত