শামীম ওসমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি রাব্বির

নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় মাত্র ২০ গজের মধ্যে সমাবেশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও শামীম ওসমানের সমর্থনে নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ। এ নিয়ে গতকাল সোমবার বিকেলে শহরে ছিল টানটান উত্তেজনা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে দুই পক্ষের কর্মসূচি।শহীদ মিনারের সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, ‘নারায়ণগঞ্জে হাতে গোনা কয়েকজন দুর্বৃত্ত আছে। এঁরা হচ্ছেন সাবেক সাংসদ শামীম ওসমান, তাঁর বড় দুই ভাই সাংসদ নাসিম ওসমান ও সেলিম ওসমান। এঁদের বাইরে কোনো দুর্বৃত্ত নেই। আওয়ামী লীগ ক্ষমতায় এলে এক ভাই প্রশাসন, এক ভাই ব্যবসায়ী সংগঠন দখল করেন। আরেক ভাই নারায়ণগঞ্জের বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি করেন।’পুলিশ প্রশাসনকে হুঁশিয়ার করে দিয়ে রফিউর রাব্বি বলেন, ‘২৪ দিন পেরিয়ে গেছে কিন্তু ত্বকীর খুনিদের পুলিশ গ্রেপ্তার করছে না। উল্টো ত্বকী হত্যার আসামিরা সাংস্কৃতিক জোট ও সিপিবির সভাপতিকে হুমকি দিচ্ছে।’ মুঠোফোন পরীক্ষা করে প্রমাণের মাধ্যমে শামীম ওসমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি।যুদ্ধাপরাধীদের বিচার, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং জেলা সিপিবি ও সাংস্কৃতিক জোটের সভাপতিকে হুমকির প্রতিবাদে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে চাষাঢ়ায় শহীদ মিনারে ওই সমাবেশ হয়।তানভীরের বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানকে ‘পাগল, উন্মাদ’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি তাঁর অশালীন বক্তব্যের জবাবে কিছু বলব না। ১৯৮৭ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জবাসী জাতীয় পার্টির অফিস গুঁড়িয়ে দিয়ে তাঁকে (নাসিম ওসমান) নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করেছিল। নাসিম ওসমান ট্রাফিক পুলিশের মতো “দৌড়ানির” কথা বলেন। সময় এসেছে, নারায়ণগঞ্জবাসী আবার তাঁকে নারায়ণগঞ্জ থেকে “দৌড়ানি” দেবে।’ অনুষ্ঠানে নাসিম ওসমান সম্পর্কে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ বলেন, ‘তাঁর অশালীন বক্তব্য শুনে মনে হয়েছে তিনি পড়াশোনা করেননি।’জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির বলেন, ‘ওসমান পরিবার মিথ্যার বেসাতির রাজনীতি করছেন। ক্ষমতায় গেলে আপনারা তিন ভাই নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব অপকর্ম করে বেড়ান।’ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সফিউদ্দিন বলেন, ‘শামীম ওসমানরা হুমকি-ধমকি দিয়ে মানুষকে আর ভয় দেখাতে পারবে না। তাহলে সাধারণ মানুষ সমুচিত জবাব দেবে।’ সমাবেশ শেষে একটি পতাকা মিছিল বের হয়ে তা শহর প্রদক্ষিণ করে।এবার সেলিম ওসমানের হুমকি: নাসিম ওসমান ও শামীম ওসমানের পর এবার সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও রফিউর রাব্বিকে হুমকি দিলেন তাঁদের মেজো ভাই বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমান। তিনি বলেন, ‘একটি হত্যাকাণ্ড (তানভীর) নিয়ে নারায়ণগঞ্জে অপরাজনীতি হচ্ছে। হত্যাকাণ্ড নিয়ে আপনারা অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। সীমার বাইরে গেলে আঘাত করা হবে।’গতকাল মুক্তিযোদ্ধাদের চাষাঢ়ায় শহীদ মিনারে সমাবেশ করতে না দিয়ে অপমান করা হয়েছে—এ রকম অভিযোগ এনে আইভী ও বাম নেতাদের বিরুদ্ধে চাষাঢ়া বিজয়স্তম্ভে প্রতীকী অনশন কর্মসূচি ও সমাবেশের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। ওই অনুষ্ঠানের প্রতি সংহতি জানিয়ে এসব কথা বলেন সেলিম ওসমান।শহীদ মিনারে আপত্তিকর বিলবোর্ড: সেলিম ওসমানের বক্তব্য চলাকালে শামীম ওসমানের লোকজন বিকেল সোয়া ছয়টার দিকে শহীদ মিনারের প্রধান ফটকে একটি আপত্তিকর বিলবোর্ড লাগিয়ে দেন। বিলবোর্ডে লেখা ছিল, ‘এই শহীদ মিনার আমার পৈত্রিক সম্পত্তি। এখানে আমার পোষ্য পুত্র ও পোষ্য কন্যারা ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষেধ।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত