শান্তিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক গ্রেপ্তার

শান্তিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাদিকুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

 

রোববার (১০ অক্টোবর) ভোরে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামের ছাদিকুরের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গণিগঞ্জ গ্রামের মৃত সৈয়দুর রহমানের পুত্র।

আটককৃত যুবক ছাদিকুর রহমান ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর প্রতিবেশী গণিগঞ্জ গ্রামের জিয়াউর রহমান ও লন্ডন প্রবাসী হাফিজ আজিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন গণিগঞ্জ গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে জিয়াউর রহমান।

শান্তিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদী ও তাঁর আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মানহানিকর লেখালেখি ও ছবি পোষ্ট করে অপপ্রচারের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাদিকুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় রোববার (১০ অক্টোবর) তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আসামীকে গ্রেপ্তার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিলেট ভয়েস

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত