‘শনিবার বিকেল (২০১৯)

চলচ্চিত্রের নাম: ‘শনিবার বিকেল’ (২০১৯)

পরিচালকঃ মোস্তফা সরয়ার ফারুকী

 

 সংক্ষেপঃ

২০১৬ সালে ঢাকার হলি আর্টিজানে ঘটা নির্মম সন্ত্রাসী হামলার ছায়া অবলম্বনে ছবিটি নির্মিত চলচ্চিত্র।

সেন্সরশিপ/ নিষেধাজ্ঞাঃ

৯ জানুয়ারি ২০১৯ সেন্সর বোর্ডের রিভিউ শেষে বোর্ডের দু’একজন সদস্য জানিয়েছিলেন, ছবিটি ছাড়পত্র পাচ্ছে। ছবিটির কনটেন্ট নিয়ে প্রশংসাও করেছিলেন কেউ কেউ। ১৬ জানুয়ারি ২০১৯ ছবিটিকে ছাড়পত্র দেয়া হবে না বলে জানায় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। এক বোর্ড সদস্য জানান, “ছবিটি ব্যান করা হলো”।

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত