লালমনিরহাটে বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’তে থানায় অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

লালমনিরহাটের হাতীবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে।

 

এ ঘটনায় হাতীবান্ধা থানায় গত ২৯ জুলাই একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে সেটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত শফিক উপজেলার দক্ষিণ জাওরানী গ্রামের ৯নং ওয়ার্ডের বারেক মুনশির পুত্র। তিনি স্থানীয় কাদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় গত ২৯ জুলাই হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা আবুল কাসেম।

এ বিষয়ে রবিবার আবুল কাসেম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেছেন শফিক। বিষয়টি আমি ফেসবুকে দেখতে পেয়ে থানায় অভিযোগ করেছি। অভিযোগের পর থানার একজন এসআই গত মাসের ৩১ তারিখ তদন্ত করে গেছেন। এরপর আমি অভিযোগের বিষয়ে কিছুই জানতে পারিনি।

যোগাযোগ করা হলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পাওয়ার পরই সেটিকে জিডি হিসেবে গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দেশ রূপান্তর

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত