লক্ষ্মীপু‌রে রায়পুরে জাতিরপিতার ছবিতে ব্যাঙ্গচিত্র করায় ডিজিটাল আইনে যুবক আটক

লক্ষ্মীপু‌রে রায়পুরে জাতিরপিতার ছবিতে ব্যাঙ্গচিত্র করায় আজ শুক্রবার (৬আগষ্ট) দুপুরে এক যুবককে আটক করেছে পুলিশ। আমিরুল ইসলাম জনি (২৫) নামের আটককৃত ওই যুবক দুইশত টাকার নো‌টে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে মানহানীকর ব‌্যাঙ্গ‌চিত্র নির্মাণ ক‌রে তা ফেসবু‌কে প্রচার করে।

 

এতে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নের অপরাধ হওয়ায় তাকে আটক ক‌রে‌ছে রায়পুর থানা পু‌লিশ। আটককৃতের বিরুদ্ধে একই আইনে মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

মামলার এজাহার সূ‌ত্রে জানা যায়, রায়পুর পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ শাহীন ভূঁইয়ার লি‌খিত অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে ‌ডি‌জিট‌্যাল নিরাপত্তা আই‌ন ২০১৮ এর ২১ (২) ধারায় জাতির পিতার প্রতি অসম্মান প্রদর্শনের অপরা‌ধে মামলা দা‌য়ের কর‌লে ও‌সি আব্দুল জ‌লিল বিষয়‌টি তদন্ত ক‌রে মামলা রুজু করে ও অ‌ভিযুক্তকে আটক করে।

আটককৃত যুবকের নাম আ‌মিরুল ইসলাম জ‌নি (২৪), সে ৪ নং সোনাপুর ইউ‌নিয়‌নের ১নং ওয়ার্ডস্থ নূর মিয়া হাফেজ সা‌হে‌বের বা‌ড়ির শ‌াহজাহা‌নের ছে‌লে।

রায়পুর থানার ও‌সি আব্দুল জ‌লিল জানান, আটককৃত যুবক দুইশত টাকার নো‌টে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে মানহানীকর ব‌্যাঙ্গ‌চিত্রের টিকটক ভি‌ডিও নির্মাণ ক‌রে তা ফেসবু‌কে প্রচারকরে ডি‌জিট‌্যাল নিরাপত্তা আই‌ন ২০১৮ এর ২১(২) ধারায় জাতির পিতার প্রতি অসম্মান প্রদর্শনের অপরা‌ধ ক‌রে‌ছে। এ ব‌্যাপা‌রে থানায় মামলা হ‌য়ে‌ছে। তা‌কে আদাল‌তে প্রেরণের প‌ক্রিয়া চল‌ছে।

বার্তা টোয়েন্টিফোর ডটকম

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত