‘রায়হানকে আমি একা মারিনি, পাঁচ-ছয় জন মিলে মাইর দিছে’

রায়হানকে আমি একা মারিনি, ৫-৬ জন মিলে মাইর দেয়ার পর সে মরে গেছে। ধরা পড়ার পর এমন কথা বলেছেন বরখাস্তকৃত এস আই আকবর। তিনি বলেন, সিনিয়র এক অফিসারের পরামর্শে তিনি পালিয়ে যান। কাটাইঘাট এলাকা সংলগ্ন ভারতের দনা সীমান্ত এলাকায় খাসিয়াদের হাতে আটকের পর এমন স্বীকারোক্তি দিলেন আকবর ।

আকবর হোসেন ভূঁইয়ার মুখে দাঁড়ি, গলায় মালা পরিহিত। খাসিয়ারা তাকে পায়ে ও কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখেন বলে সীমান্ত সূত্র জানায়।

“আল্লাহর কসম ভাই, আমি ভাগব না’, খোদার কসম ভাই, ভাগব না’ বলে আটকের পর খাসিয়াদের অনুরোধ করেন এসআই আকবর হোসেন ভূঁইয়া।

খাসিয়ারা যখন তাকে ধরি দিয়ে বেঁধে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এসময় আকবর ধরি দিয়ে না বেঁধে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়ার অনুরোধও করেন। কোন অপরাধে রায়হানকে মারা হলো জানতে চাইলে খাসিয়াদের আকবর বলেন, আমি মারিনি ভাই, আমি ইচ্ছা করে একা মারিনি। তারে মেরেছে ৫-৬ জন। পাবলিক মেরেছে তাই সে মরে গেছে।

ইত্তেফাক

 

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত