রাষ্ট্রদ্রোহিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক রুহুল আমিন গাজী গ্রেপ্তার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে রাষ্ট্রদ্রোহিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

 

২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি কার্যালয় থেকে এই সংবাদিক নেতাকে গ্রেপ্তার করা হয় বলে  নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ।

তবে রুহুল আমিন গাজীকে কখন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে চাননি ওসি। তিনি বলেন, ‘তাঁকে নিয়ে কিছুক্ষণের মধ্যে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে কথা বলবেন। সেখানে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

পরে রাতে ডিসি মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আদালতে গ্রেপ্তারি পরোয়ানা যখন কারো বিরুদ্ধে থাকে তখন পুলিশ বাধ্য যে তাঁকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেপ্তার করা হবে। এখানে তাঁর নামে মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, সেই কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।’

রুহুল আমিন গাজীর গ্রেপ্তারের বিষয়ে বিএফইউজের একাংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ভাইকে সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ নিয়ে গেছে।’

অপরদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

এন টিভি অনলাইন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত