রাঙ্গুনিয়ায় মহাম্মদকে নিয়ে কটূক্তির গুজব রটিয়ে বৌদ্ধ ভিক্ষুকে হয়রানি, ডিজিটাল আইনে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের প্রবর্তক মহাম্মদকে নিয়ে কটুক্তির গুজব রটিয়ে রাঙ্গুনিয়ায় শরণংকর থের ধুতাঙ্গ ভান্তে নামের এক বৌদ্ধ ভিক্ষুকে  হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। রাঙ্গুনিয়া থানায় তাঁর বিরুদ্ধে নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে

 

 

ছাত্রলীগ নেতা রাসেল রাসু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন।

রাঙ্গুনিয়ায় তথ্য মন্ত্রীর ভাইয়ের মদদে সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে বৌদ্ধ বিহারের জমি দখল চেষ্টায় বাঁধা কারণে তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলে জানা গেছে।

“Ruman Himu” নামক যে ফেইক আইডি দিয়ে কথিত কটূক্তির পোস্টটি দেয়া হয়েছে সে আইডির সাথে বৌদ্ধ ভিক্ষু ধুতাঙ্গ ভান্তের সম্পৃক্ততার কোন প্রমাণ মেলে নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল হোসেন জুয়েল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র । দৈনিক সাঙ্গু

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত