মৌলভীবাজারে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, ডিজিটাল আইনে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নিয়ে কটুক্তি করে অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় ডিজিটাল আইনে মামলা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া থানায় এ মামলা দায়ের (মামলা নং- ১৬; ১৩ সেপ্টেম্বর ২০) করা হয়।

 

শরীফপুর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা রেনু মিয়ার ছেলে আতিক মিয়া বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর অভিযুক্ত হাফিজুর রহমান ফয়েজসহ অজ্ঞাত ৫/৭ জনকে মামলায় আসামি করেন। মামলার চার দিন অতিবাহিত হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত হাফিজুর।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের পিতা হাজী রমজান আলীর ছেলে হাফিজুর রহমান ফয়েজ তার ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেয়।

অভিযুক্ত হাফিজুরের মুঠোফোনে (শেষ নাম্বার ৯৪২) যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহীন হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। ফেসবুকের পোস্টের বিষয়ে তদন্ত করছি।

পূর্ব পশ্চিম

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত