মোবাইল নম্বরটি কার?

ঘড়ির কাঁটায় রবিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিট। রায়হানের পরিবারের সবাই তখন ঘুমিয়ে। তার মা সালমা বেগম তখন তাহাজ্জুদের নামাজ পড়ছেন। এ সময় রায়হানের মা সালমা বেগমের ফোনে ০১৭৮৩ ৫৬১১১১ নম্বর থেকে একটি কল আসে। ফোনটি তখন ধরেন রায়হানের বাবা হাবিবুল্লাহ। ফোন ধরার পর ওই প্রান্ত থেকে পরিচয় দেয় যে সে তাদের ছেলে রায়হান। বাবা ছেলের গলা চিনতে পারেন। এটা তার ফোন নম্বর ছিল না। এসময় রায়হান কান্নাকাটি করে তার বাবাকে জানায়, পুলিশ তাকে বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে এসেছে। টাকা নিয়ে দ্রুত পুলিশ ফাঁড়িতে আসার জন্য তাগিদ দেন রায়হান।

বিষয়টি নিশ্চিত করে হাবিবুল্লাহ বলেন, পুলিশ ফাঁড়ি থেকে ফোন পেয়ে টাকা নিয়ে গেলেও আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। তাকে নির্যাতন করেই হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। মোবাইল নম্বরটি পরীক্ষা-নিরীক্ষা করলে আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।

এদিকে, তথ্য জানার প্রয়োজনে রবিবার একাধিকবার ০১৭৮৩ ৫৬১১১১ মোবাইল নম্বরটিতে কল করা হলেও কেউ ফোন ধরেননি।

তবে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। নানা বিষয় মাথায় রেখে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই মোবাইল নম্বরটি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল তৌহিদের। তবে এ তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বাংলা ট্রিবিউন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত