মাদারীপুরে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রকাশ, ডিজিটাল আইনে যুবক আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮। ১০ জানুয়ারি বুধবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার নলগোড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়

 

আটক ব্যক্তির নাম মো. তানভীর হাসান মোহন (২৩)। তানভীর রাজশাহী জেলার বাঘা থানার তুলসীপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তানভীর মাদারীপুরের শিবচর উপজেলার মৃধাকান্দি এলাকায় দিনমজুরের কাজ করতেন।

র‌্যাব সূত্র জানিয়েছে, আটক তানভীর নিজের নাম ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। তাঁর ওই অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের নাম ব্যবহার করে কুৎসামূলক বক্তব্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি ও সরকারবিরোধী বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে শিবচর উপজেলার মৃধাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তানভীরকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তি নির্বাচনের সময় ফরিদপুরে বিএনপির এক প্রার্থীর প্রচারণায় কাজ করতেন। তাঁর নির্দিষ্ট কোনো পেশা নেই। তিনি শিবচরে এসে দিনমজুরের কাজ করতেন। জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন তানভীর। তাঁকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত