ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটুক্তি’ করায় ১৫ বছরের কিশোর আটক

ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার মামলায় ইমন নামে এক ১৫ বছর বয়েসী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

২১ জুন শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার ইমন তার নিজের ফেইসবুক আইডিতে শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তি করেন। পরদিন শনিবার সকালে সেই কটুক্তির প্রতিবাদে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন ও ভালুকা পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন ভালুকা মডেল থানায় তারা বাদী হয়ে ২ টি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর আমলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি ইমনকে গ্রেপ্তার করেছে।

এস এ টিভি

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত