মইনুলের বিরুদ্ধে এবার নেত্রকোনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে অপমান করায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার নেত্রকোনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

বুধবার দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার আশরাফ দীনা বাদী হয়ে নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১৬ অক্টোবর ৭১ টেলিভিশনের এক টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টি মইনুল হোসেনকে জামায়াতের প্রতিনিধি বলেন। এতে মইনুল হোসেন ক্ষিপ্ত হয়ে মাসুদা ভাট্টিকে চরিত্রহীন নারী বলে আখ্যায়িত করেন। তার ওই মন্তব্যে সমগ্র নারী সমাজকে অপমান করা হয়েছে।

মামলার বাদী কামরুন্নাহার আশরাফ দীনা বলেন, আসামি জেনে শুনে পরিকল্পিতভাবে উক্তরূপ অশ্লীল ও মানহানিকর ভাষা ইলেক্ট্রনিক ডিভাইস ও মিডিয়ায় প্রচার করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই কারণেই তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছি। তিনি ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে বাদীর আইনজীবী মনোয়ারুল হক পারভেজ জানান, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক-এর আদালতে মামলাটি দায়ের করলে বিজ্ঞ জজ বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং আইন দেখে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

জাগো নিউজ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত