ভোলার বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ১

ভোলার বোরহানউদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর পোস্ট, তার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নসহ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন আপত্তিকর লেখার পোস্ট করায় ছোটন বিশ্বাস (৪৫) নামে এক হিন্দু যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে স্থানীয় থানা পুলিশ৷

 

২ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ৷ সে ইউনিয়নের পদ্মামনসা ৬নম্বর ওয়ার্ডের মৃত অমূল্য বিশ্বাস এর ছেলে ৷

এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক বলেন, ফেইজবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর পোস্ট, তার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নসহ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন আপত্তিকর লেখার পোস্ট করায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে ৩ জুলাই শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে ৷

ইত্তেফাক

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত