ব-দ্বীপ প্রকাশনীর মালিকসহ ৩ জন রিমান্ডে, স্টল বন্ধ

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিককে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে৷ একইসঙ্গে রিমান্ড মঞ্জুর করা হয়েছে প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল ও লেখক শামসুল আলম চঞ্চলেরও৷

 

১৫ ফেব্রুয়ারি সোমবার অমর একুশে গ্রন্থমেলার ‘ব-দ্বীপ’ প্রকাশনীর ১৯১ নম্বর স্টল থেকে ‘ইসলাম বিতর্ক’ নামে একটি বইয়ের প্রায় ১০০টি কপি জব্দ করে পুলিশ৷ পুলিশের অভিযোগ, বইটিতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো লেখা রয়েছে৷ বাংলা একাডেমি এর পর পরই স্টলটি বন্ধ করে দেয়৷ এ সময় সেখান থেকে পুলিশ ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিক, প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল এবং লেখক শামসুল আলম চঞ্চলসহ পাঁচজনকে আটক করে৷ পরে তাঁদের তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মাসুদ রানা বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা করেন৷

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আমিরুল হায়দার চৌধুরী তিনজনের রিমান্ড মঞ্জুর করেন৷ ব-দ্বীপের মালিক শামসুজ্জোহা মানিককে পাঁচ দিন, প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজলকে দু’দিন আর লেখক শামসুল আলম চঞ্চলকে একদিনের রিমান্ডে নেয়া হয়৷

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক  জানান, ‘‘মামলা দায়েরের পর অধিকতর তদন্ত চলছে৷ আমরা এখন পর্যন্ত ‘ইসলাম বিতর্ক’ বইটিকেই আমলে নিয়েছি৷ এই বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো উপাদান পেয়েছি৷”

পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা থাকতে পারে, এমন সন্দেহে অনুসন্ধানের জন্য আরও পাঁচটি বইয়ের সব কপি জব্দ করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ‘আর্যজন ও সিন্ধু সভ্যতা’, ‘জিহাদ: জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, ‘সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার’, ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা’, ‘ইসলামে নারীর অবস্থা’ এবং ‘নারী ও ধর্ম’৷

এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘পুলিশ আমাদের বলেছে, ব-দ্বীপ প্রকাশনীর স্টলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন বই প্রদর্শিত হচ্ছে৷ স্টলটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ৷ এ কারণে তাদের স্টল বন্ধ করে দেওয়া হয়েছে৷”

তবে এ ব্যাপারে ব-দ্বীপ প্রকাশনীর পক্ষ থেকে কারুর কোনো বক্তব্য পাওয়া যায়নি৷

প্রসঙ্গত, গতবছর অমর একুশে গ্রন্থমেলায় ‘রোদেলা’ প্রকাশনী নামের একটি প্রকাশনা সংস্থার স্টলও বন্ধ করে দেয় মেলা কতৃপক্ষ৷ তখন অবশ্য ‘নবী মোহাম্মদের ২৩ বছর’ বইটি নিষিদ্ধ করা হলেও, কাউকে আটক করা হয়নি৷

ডি ডব্লিউ বাংলা  বিবিসি বাংলা

 

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত