বাঁশখালীর কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে পোস্ট, ডিজিটাল আইনে প্রকৌশলী কারাগারে

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

২৮ মে শুক্রবার রাতে উপজেলার গন্ডামারা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় শুক্রবার রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গন্ডামারায় নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে পোস্ট করলেও তিনি কী লিখেছিলেন, তা পুলিশ জানায়নি।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হুমায়ূন কবির বলেন, গ্রেপ্তার শাহনেওয়াজ চৌধুরী একজন ডিপ্লোমা প্রকৌশলী। তবে তিনি কয়লাবিদ্যুৎকেন্দ্রের কর্মী নন। ২৯ মে শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত