বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি: পঞ্চগড়ে যুবক আটক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে পঞ্চগড়ের আটোয়ারীতে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় খন্দকার মোস্তাক আহম্মেদ (২০) নামের ওই যুবককে আটক করা হয়। সে আটোয়ারী উপজেলার থানা মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা খন্দকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটুক্তি করাসহ রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়।

আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন ওই যুবক আটকের পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনবি

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত