বগুড়ায় সাংবাদিকদের উপর হামলা, ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপারসন রবিউল ইসলাম রবির ওপর হামলাকারী ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া সদরের দশটিকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য।

এদিকে হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা জনি মিয়া ও নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমানসহ ১০-১২ জনের নামে সদর থানায় মামলা করেন আহত সাংবাদিক মাজেদ রহমান।

মামলার কিছু আগে ছিনতাই করা ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙা অবস্থায় স্থানীয় একটি ঘর থেকে উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ। মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ছিনতাই হওয়া ক্যামেরা ও মাইক্রোফোন উদ্ধার করা হয়েছে।

শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, এ ঘটনায় জড়িত শ্রমিক লীগের স্থানীয় নেতা জনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশন বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপাসেন রবিউল ইসলাম রবি হামলার শিকার হন।

জাগো নিউজ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত