বগুড়ায় জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও তৈরি ও প্রচারের অপরাধে বগুড়া থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) মো. সো‌হেল রানা এ তথ্য জানিয়েছেন।

 

আটক পাঁচ জন হলেন— মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মে‌হেদী হাসান অন্তর, আলিফ আহ‌মেদ সুজন ও মো. আরিফ আলী।

সো‌হেল রানা আরও বলেন, একটি টিকটক ভিডিওতে দেখা যায়, কয়েক জন যুবক বগুড়া জেলার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীত বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করছে। পোস্টটি বাংলাদেশ পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার নজরে আসায় তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) জা‌কির আল আহসানের নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি দল রা‌তভর অভিযান চা‌লি‌য়ে জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ জনকে আটক করে। ত‌াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সমূহের বিরু‌দ্ধে প্রচারণা ও প্রপাগান্ডা চালানো এবং অসম্মান ও অশ্রদ্ধা করা দ্য বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার, ১৯৭২ অনুযায়ী অপরাধ। এ ছাড়া, ভার্চুয়ালি এ ধরনের কনটেন্ট প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির সুষ্পষ্ট বিধান রয়েছে, বলেন সো‌হেল রানা।

দ্য ডেইলি স্টার

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত