বগুড়ার শেরপুরে ফেসবুকে ‘আল্লাহকে নিয়ে কটূক্তির’ অভিযোগে গ্রেফতার মাদ্রাসাছাত্রী

বগুড়ার শেরপুরে ফেসবুকে আল্লাহকে নিয়ে কথিত কটূক্তির অভিযোগে গ্রেফতার মাদ্রাসাছাত্রী মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে রাজশাহীর সেফহোমে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

এরআগে, উগ্রপন্থী এক মুসলমান তার বিরুদ্ধে শেরপুর থানায় কালো ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিয়াম হাসান এসব তথ্য দিয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও অন্যরা জানান, গ্রেফতার শিক্ষার্থী স্থানীয় এক মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সে অষ্টম শ্রেণি পর্যন্ত স্থানীয় স্কুলে লেখাপড়া করে। মাদ্রাসার ছাত্রী হলেও তার চলাফেরা খুবই আধুনিক। তার বিরুদ্ধে গত ১ নভেম্বর ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগ উঠে।
পরে পোস্টটি ভাইরাল হলে ওইদিন রাতে স্থানীয়রা তার বাবার বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

পরে পুলিশ রাতে গাজীপুরের কালিয়াকৈরে বোনের বাড়ি থেকে ওই ছাত্রীকে গ্রেফতার করে। তদন্ত কর্মকর্তা এসআই সিয়াম হাসান কালিয়াকৈর থেকে তাকে বগুড়ায় নিয়ে আসেন।

স্থানীয় জুয়েল রানা নামে এক ব্যক্তি ২ নভেম্বর রাতে তার বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এবং ৩১ ধারায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ছাত্রীকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। বিকালে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বয়স কম হওয়ায় আদালত তাকে রাজশাহীর সেফহোমে পাঠানোর নির্দেশ দেন।

বাংলা ট্রিবিউন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত