ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, চাঁদপুরে হেফাজত সমর্থক গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক হেফাজত সমর্থক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) বিকালে তাকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।  চাঁদপুর ডিবির পরিদর্শক সানজিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেফতার ব্যক্তির নাম জাকারিয়া খান (২০)। সে চাঁদপুর পৌরসভার কবরস্থান রোড এলাকার মুসলিম খানের ছেলে। রামগঞ্জ থানার আল-ফারুক ইসলামিয়া একাডেমিতে সে শিক্ষকতা করে।

পুলিশ জানায়, জাকারিয়া কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ভিত্তিহীন একটি ভিডিও জোড়াতালি দিয়ে তৈরি করে ফেসবুক থেকে তা পোস্ট করে। পরে বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে এলে তাকে গ্রেফতার করা হয়।

পরিদর্শক সানজিদ বলেন, ‘বেশ কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও পোস্ট করে ওই হেফাজত সমর্থক। পরে বিষয়টি আমাদের নজরে এলে আমরা তাকে ডিটেক্ট করি। সোমবার বিকাল ৫টার দিকে রামগঞ্জের আল-ফারুক ইসলামীয়া একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, এ ঘটনায় ডিজিটাল আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলা ট্রিবিউন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত