ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নাটোরে ডিজিটাল আইনে দুজন আটক

রাস্ট্রবিরোধী, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানিকর ও ভুয়া ভিডিও তৈরি করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে নাটোরের বড়াইগ্রামে দুইজনকে আটক করেছে র‌্যাব।

 

শনিবার (২৪ এপ্রিল) উপজেলার রয়না ভরট গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এব্যাপারে বড়াইগ্রাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এ মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলো, বড়াইগ্রাম উপজেলার রয়না ভরট (উত্তরপাড়া) এলাকার রহিমের ছেলে সোহেল শাহরিয়ার (২৬) এবং একই এলাকার আফসারের ছেলে এনামুল হক ইমন (২৪)।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানী কমান্ডার এএসপি মীর্জা সালাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান,
২৪ এপ্রিল শনিবার দুপুরে সাইবার মনিটরিং এবং ডিজিটাল এভিডেন্স পর্যালোচনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন রয়না ভরট গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় মনিটর, সিপিইউসহ ওই দুইজনকে আটক করা হয়।

বাংলা ট্রিবিউন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত