ফেসবুকে ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি, পাঁচজনের বিরুদ্ধে সুধারাম থানায় অভিযোগ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য করার পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সুধারাম মডেল থানায় অভিযোগটি দায়ের করেন সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দক্ষিণ মনারখিল গ্রামের সোলেমান সর্দারের ছেলে মো. জয়নাল আবেদীন।

অভিযুক্তরা হলেন- জাহাঙ্গীর শেখ, জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু, মো. ফারুক হোসেন ও শহিদ।

মো. জয়নাল আবেদীন বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। কমিটি প্রকাশের পর ওই দিন বিকাল ৩টায় সদর উপজেলার পশ্চিম কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর শেখ, উত্তর চাকলা গ্রামের হোসেনের ছেলে মো. ফারুক হোসেনের ফেসবুক আইডি থেকে জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু ও শহিদের সহযোগিতায় লাইভে এসে ওবায়দুল কাদেরের বিরুদ্ধাচরণ করে সম্মানহানী করে।’

তিনি আরও বলেন, ‘ ভিডিওটি ফেসবুকে প্রকাশ হলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম বিদ্বেষ, ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। অভিযুক্ত জাহাঙ্গীর শেখ নোয়াখালী জেনারেল হাসপাতালের একজন পরিচ্ছন্নতা কর্মচারী হয়েও কীভাবে সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক আচরণ করে?’

তিনি অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় দলীয় নেতাকর্মীরা যেকোনও সময় প্রতিবাদমুখর আন্দোলন করবে বলেও হুমকি দেন।

সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে বিরুদ্ধাচারণ করায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা ট্রিবিউন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত