ফেনীতে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

ফেনীতে সন্ত্রাসীদের জিম্মি থেকে এক প্রবাসীকে উদ্ধারে পুলিশকে সহায়তা করতে গিয়ে সময় টিভির রিপোর্টার আতিয়ার সজলসহ দুইজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

 

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলা থেকে মূল হামলাকারী জাহিদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটক জাহিদ ফেনীর ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, সৌদি প্রবাসী নওশাদের সঙ্গে ফেনী শহরের শাস্তিধারা আবাসিক এলাকার জাহিদের টাকা নিয়ে বিরোধ ছিল। নওশাদের সৌদি রুমমেট ফারুক সম্প্রতি দেশে আসেন। জাহিদ বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুককে শহরের লতিফ টাওয়ারের নিচে ডেকে আনেন।

পরে চা খাওয়ার কথা বলে পাশের জালালিয়া রেস্টুরেন্টে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান নেয়া সাত-আটজন ফারুককে নওশাদের কাছ থেকে টাকা আদায় করে দিতে চাপ দেয়। এমতাবস্থায় সন্ত্রাসীদের কাছ থেকে বাঁচতে কৌশলে ফোনে তার পরিচিত সময় টিভির সংবাদকর্মী আতিয়ার সজলের সাহায্য চান।

এসময় সজল ডিবি পুলিশ নিয়ে রেস্টুরেন্টে গেলে দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে বলে জাহিদ পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।

পুলিশ চলে যাওয়ার পর পরই জাহিদের নেতৃত্বে তার ভাগিনা শাহীনসহ সাত-আটজন ফারুকের ওপর হামলা করে। এসময় সজলকেও লোহার রড দিয়ে মারধর করা হয়। এছাড়া তার মোবাইল ভাঙচুর ও পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়া হয়।

হামলায় আহত ফারুক ও সজল ফেনী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এন এন নুরুজ্জামান বলেন, প্রবাসী নওশাদ ও জাহিদের মধ্যে টাকা নিয়ে বিরোধে এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিক সজল ফারুককে বাঁচাতে চাইলে তার ওপরও হামলা হয়। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে ফেনী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও সময় টিভির ফেনী প্রতিনিধি আতিয়ার সজলের ওপর হামলার ঘটনায় ফেনী প্রেস ক্লাব নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ফেনী প্রেসক্লা বের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জাগো নিউজ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত