পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। স্বামীকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ এনে রবিবার (১১ অক্টোবর) রাতে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সৌমেন মৈত্র। তিনি জানান, মামলায় এজাহার নামীয় কোনও আসামি নেই।

মামলায় এজাহার নামীয় আসামি না থাকলেও বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে টাকা চেয়ে রায়হান যে নম্বর থেকে ফোন দিয়েছিলেন তা এজাহারে উল্লেখ করা হয়। মামলায় ফাঁড়িতে ১০ হাজার টাকা নিয়ে যাওয়াসহ ঘটনার বিশদ বর্ণনা দেওয়া হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, কে বা কারা রায়হানকে ধরে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে মারধর করার পাশাপাশি তার হাতের নখ তুলে ফেলে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে রায়হানের শরীর ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়। রবিবার (১১ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে হাসপাতালে রায়হানকে নেওয়া হলে সকাল ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান।

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত