পুলিশের পেজে কুরুচিপূর্ণ মন্তব্য, ফটিকছড়িতে ডিজিটাল আইনে গ্রেফতার যুবক তিনদিনের রিমান্ডে

পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গ্রেফতার রমজান আলীকে (২২) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

শনিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালত এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী।

তিনি বলেন, ‘ফটিকছড়ি থেকে গ্রেফতার যুবককে সাতদিনের রিমান্ড আবেদন করে আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে গতকাল (শুক্রবার) দুপুরে ফটিকছড়ি থেকে রমজানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। বর্তমানে জেলা ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছেন।

জাগো নিউজ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত