পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

পিরোজপুরের ইন্দুরকানীতে ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার সাংবাদিক মো. মারুফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় মারুফুল ইসলামকে পরবর্তীতে হত্যা করা হবে বলেও হুমকি দেয় সন্ত্রাসীরা।   এ ঘটনায় মারুফুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ওই অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় সন্ত্রাসী মো. সাইদুর রহমান সাইদ হাওলাদারের অবৈধ ইটভাটা রয়েছে। ওই ইটভাটার সংবাদ সংগ্রহের জন্য মারুফুল ইসলাম সেখানে যান। এ খবর সাইদুর রহমান জানতে পেরে ওই দিন রাত ৮টার দিকে মারুফুল ইসলামকে ইন্দুরকানী বাজারে দেখতে পেয়ে হুমকি দেন এবং চর থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। এতে তার শরীরে নীলা ফুলা জখম সৃষ্টি হয়। এ সময় মারুফুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান জানান, অভিযুক্ত সাইদুর রহমান একজন দুর্ধর্ষ ক্যাডার প্রকৃতির লোক। তার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান গত প্রায় ৩ বছর আগে তার ওই ইটভাটার শ্রমিক মাসুম (২৫) হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া তিনি ওই উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমানকে লাঞ্ছিত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধাকে মারধর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজ হাওলাদারকে মারধরসহ তার বিরুদ্ধে এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত সাইদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত