পঞ্চগড়ে ফেইসবুকে ‘ধর্ম নিয়ে কটূক্তি’, ছাত্র আটক

 

১৮ এপ্রিল শনিবার সকালে শহরের মিঠাপুকুর মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, নিষেধাজ্ঞা না মেনে কেউ কেউ মসজিদে নামাজ আদায় করছেন এমন কথা লিখে নিজের ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন এই ছাত্র। পরে বিভিন্ন কমেন্টের জবাব দিতে গিয়ে তর্কে জাড়িয়ে কটূক্তি করেন তিনি।

“তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।”

আটক ছাত্র রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে স্থানীয়রা জানায়।

আটক ছাত্রের কলেজশিক্ষক বাবা বলেন, তার ছেলের এক ফেইসবুক বন্ধু তাকে চাল চোরদের নিয়ে ক্ষ্যাপালে সে উত্তেজিত হয়ে ভুলবশত এসব লেখে।

“তার একটু মানসিক সমস্যাও আছে।”

আটক ছাত্রের মূল পোস্টে চাল চোর নিয়ে সমালোচকরা কেন নির্দেশ অমান্য করে মসজিদে যাচ্ছে যারা, তাদের সমালোচনা করছেন না এমন কথা লেখা রয়েছে বলে তার বাবার ভাষ্য।

বর্তমানে তার ফেইসবুক আইডি ডিএ্যাকটিভ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত