নীলফামারীর ডিমলায় মহাম্মদকে নিয়ে কথিত কটূক্তি, ডিজিটাল আইনে হিন্দু যুবক গ্রেফতার

নীলফামারী ডিমলা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের নবী মুহাম্মদকে নিয়ে কথিত কটূক্তির করার অভিযোগে এক হিন্দু যুবককে হয়রানিমূলক গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (২০ ডিসেম্বর) সকালে ডিমলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া যুবকের নাম আকাশ রায় নিরব। তিনি শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ফেসবুক আইডি থেকে “কটুক্তি” করেন।

এ ঘটনার পর, শনিবার রাত ৮টার পর থেকেই উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে স্থানীয় উগ্রবাদী মুসলমানরা তৌহীদি জনতার ব্যানারে জড়ো হয়ে ওই যুবকের বিচার এবং শাস্তি দাবী করে। খবর পেয়ে, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে আকাশ রায় নিরবকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

ঢাকা ট্রিবিউন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত