নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক নিহত

নারায়ণগঞ্জে দৈনিক বিজয় পত্রিকার বন্দর প্রতিনিধি ইলিয়াস (৩৮) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) রাত ৮টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

ইলিয়াস বন্দর উপজেলার সাবদী জিওধরা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। ঘটনার পর হত্যাকাণ্ডের মূলহোতা মাদক ব্যবসায়ী তুষারকে (৩০) আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে উপজেলার আদমপুর এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা ইলিয়াসকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জিএম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, একই এলাকার মৃত জামান মিয়ার ছেলে তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে ইলিয়াস একটি প্রতিবেদন করেছিলেন। প্রতিবেদন প্রকাশের পর তাদেরকে আটক করেছিল পুলিশ। এর কারণে কয়েক দিন ধরে ইলিয়াসকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন তারা। পরিকল্পিতভাবে তারা ইলিয়াসকে হত্যা করেছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া বলেন, এ ঘটনায় এলাকাবাসী তুষার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তুষারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাগো নিউজ

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত