তানভীরকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে মাথায় আঘাত করার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের সময় থেকে ২৪ ঘণ্টা আগের সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানিয়েছেন।ওসি মঞ্জুর কাদের জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ জহিরুল ইসলাম, শেখ ফরহাদ ও জলিল আহমেদের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। গতকাল মঙ্গলবার কমিটি আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তানভীরের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে, চোখে জখমের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ।

প্রথম আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত