ঢাকার নবাবগঞ্জে ম্যাসেঞ্জারে আল্লাহকে নিয়ে কটূক্তির গুজব, হিন্দু যুবককে হয়রানিমূলক গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে আল্লাহকে নিয়ে কটূক্তি করার গুজব ছড়িয়ে রাকেশ চক্রবর্তী (১৮) নামের এক যুবককে হয়রানী ও গ্রেফতার করার অভিযোগ পাওয়া গেছে।

 

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার গালিমপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাকেশ উপজেলার গালিমপুর ঠাকুর বাড়ির মৃত হরিপদ চক্রবর্তীর ছেলে।

নবাবগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাকেশ চক্রবর্তী ফেসবুক ম্যাসেঞ্জারে আল্লাহকে নিয়ে কটুক্তি করে। যা সোমবার (৪ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তাকে আটক ও শাস্তির দাবি জানান স্থানীয় মুসলমানরা। খবর পেয়ে মঙ্গলবার সকালে রাকেশকে তার বাড়ি থেকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, রাকেশ চক্রবর্তীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একুশে টিভি

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত