চাঁদপুরের মতলবে ফেসবুকে ধর্ম ও প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’, ২ হিন্দু যুবক গ্রেফতার

ইসলাম ধর্ম ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কথিত কটূক্তির অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে দুই দুই হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) তাদের আদালতে উপস্থিত করা হয়েছে।

 

এর আগে, ১৫ মে শুক্রবার রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, ইসলাম ধর্ম, প্রধানমন্ত্রী, পুলিশ বাহিনী, ক্ষমতাসীন দল, মসজিদে নামাজ আদায়, মসজিদের ইমাম (মৌলভী ও হুজুর) নিয়ে ‘পথিক সুমন’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত কিছুদিন ধরে কটূ মন্তব্য লিখে পোস্ট করা হচ্ছিল। এ স্ট্যাটাসের পর নেতিবাচক মন্তব্য করে একই এলাকার একই সম্প্রদায়ের অধর চন্দ্র মল্লিক নামে আরেক যুবক। বিষয়টি থানা পুলিশকে একাধিক মুসল্লি ফোন করে জানান। পরে পুলিশ স্ট্যাটাসের সত্যতা যাচাই করে তাদের আটক করে।

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ইসলাম ধর্ম, প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল, পুলিশ বাহিনীকে নিয়ে নেতিবাচক পোস্ট ও কমেন্টের অভিযোগের সত্যতা যাচাই করে রাতে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বাংলা ট্রিবিউন

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত