গৌরনদীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পুলিশের

থানার ওসি মো. গোলাম সরোয়ারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা প্রচারের অভিযোগে দৈনিক আমাদের বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান ও পত্রিকার সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট এসএম রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ১৪ জুলাই রোববার রাতে বরিশালের গৌরনদী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
থানার এসআই মো. আসাদুজ্জামান খান বাদী হয়ে রোববার ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৯/৩১/৩৫ ধারায় মামলাটি দায়ের করেছেন। মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন, মোল্লা ফারুক হাসান একজন কথিত সাংবাদিক, তার স্বভাব-চরিত্র ভালো না। তিনি নিজে একজন মাদক ব্যবসার পৃষ্ঠপোষক। তার নিকট আত্মীয়-স্বজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, থানার এসআই মো. আসাদুজ্জামান খান বাদী হয়ে মামলাটি করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার এজাহারে অভিযুক্ত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান বলেন, আমাকে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

সময়ের আলো

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত