গোপালগঞ্জের মুকসুদপুরে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু যুবকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ইসলাম ধর্মের প্রবর্তক  মোহাম্মাদ ইবনে আবদুল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে এক হিন্দু যুবকের ফাঁসির দাবিতে বিক্ষোভ করছে স্থানীয় উগ্রপন্থী মুসলমানেরা।

 

৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ধর্মীয় উগ্রপন্থীরা। বিক্ষোভ মিছিলটি মুকসুদপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে কথিত উলামায়ে কেরামগণ ফাঁসির দাবিতে জ্বালাময়ী বক্তব্য রাখেন।

এর আগে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মুকসুদপুরের রিপ্রেজেন্টেটিভ রিপন মিত্র হযরত মোহাম্মদকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করেছে বলে অভিযোগ ওঠে।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেল এএসপি আনোয়ার হোসেন ভুইয়া বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, অভিযুক্ত রিপন মিত্রর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইন তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।

বাংলাদেশ জার্নাল

সেন্সরশিপের খড়গ

স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটকের উপর বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি সেন্সরশিপের তথ্য উপাত্ত দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

বিস্তারিত

লেখার জন্য কারাবন্দী

ফেসবুকে লেখালেখির জন্য জেলে আছেন প্রচুর মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আজীবনের জন্য পঙ্গু হয়েছেন, আছেন এমন মানুষও। তাদের সম্পর্কে জানুন।
বিস্তারিত

বিচারহীনতার বাংলাদেশ

বিচার হচ্ছে না নিকট অতীতের কয়েকশ চাঞ্চল্যকর মামলার। যেসব মামলার সম্ভাব্য আসামী প্রভাবশালী রাজনীতিক অথবা ব্যবসায়ী অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ।

বিস্তারিত

এখন কী অবস্থায় আছে?

ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডজনখানেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছিলো। সেসব গ্রাম, গ্রামের মানুষেরা এখন কেমন আছেন?
বিস্তারিত